
রাজধানীর বনশ্রীতে রোববার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। চরম আতঙ্ক ও উদ্বেগে রাত কাটালো রাজধানীবাসী। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডিতে ১০-১২ জনের একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীতে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার পরপর ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রকাশ্যে এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীবাসী। এ ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাত ৩ টার দিকে তার বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
ভাইরাল হওয়া ডাকাতির ভিডিওতে দেখা যায়, বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে মোট সাতজন ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনের রাস্তায় ফেলে দিয়ে একজন তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়।
শুধু ছিনতাই নয় যে হারে নারী ধর্ষণ বেড়েছে তাতে নারীরা উদ্বিগ্ন। অভিযোগ উঠেছে, স্বরাষ্ট্র কিংবা আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে আপনি কী বলবেন? এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন (সচেতন) এবং তাদের কোনোভাবে যেন সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ আছে।