
শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। সর্বকালের অন্যতম সেরা সেই দুই ব্যাটসম্যান। নব্বইয়ের দশকে কে সেরা প্রশ্নে বড় ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ছিল সময়ের দুই সেরা ব্যাটারের। শচীন জাতীয় দলের হয়ে খেলা ছেড়েছেন প্রায় এক যুগ আগে।আর লারা শেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ২০০৭ সালে। খেলোয়াড় হিসেবে এই দুই ব্যাটসম্যান আজ আবার মুখোমুখি হচ্ছেন ক্রিকেট মাঠে।
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে যে মুখোমুখি হবে টেন্ডুলকার ও লারার দল। ভারতের রায়পুরে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় টেন্ডুলকারের নেতৃত্বে ভারত মাস্টার্স লড়বে লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের বিপক্ষে।সেমিফাইনাল অস্ট্রেলিয়া মাস্টার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত মাস্টার্স। অন্যদিকে লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স শেষ চারে হারায় শ্রীলঙ্কাকে। লিগ পর্বের দেখায় টেন্ডুলকারদের কাছে ৭ রানে হেরেছিলেন লারারা। লিগ পর্বের সেই ম্যাচে লারা খেললেও ছিলেন না টেন্ডুলকার।ভারত মাস্টার্সের হয়ে পাঁচ ম্যাচে এক ফিফটিতে ১৫৬ রান করেছেন টেন্ডুলকার। অন্যদিকে লারা চার ম্যাচ খেলে ১০৭ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ৪১ রানের।