
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রুপালি খাতুন (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। কিশোরী রুপালি খাতুন উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে রুপালি খাতুন নিজ বাড়ির ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে পুলিশ এসে মরদেহের সুরতহাল রিপোর্ট করে সেটি গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠায়।