Dhaka 1:15 am, Saturday, 15 March 2025

আজ টেডি ডে, প্রিয়জনকে টেডি উপহার দেওয়ার দিন

ভ্যালেন্টাইন দিবস উদযাপনকে সামনে রেখে প্রতি বছর ১০ ফেব্রুয়ারি সারা বিশ্বে ‘হ্যাপি টেডি ডে’ পালন করার রীতি রয়েছে।

শৈশবে অনেকের সঙ্গে খেলার জন্য অনেকেরই একটি টেডি বিয়ার ছিল। এর কারণ হলো টেডিবিয়ার হলো সবচেয়ে প্রিয় নরম খেলনাগুলোর মধ্যে একটি। এ খেলনাটি বয়স নির্বিশেষে সব মানুষকেই খুশি করে। সম্ভবত এ কারণেই ভ্যালেন্টাইন সপ্তাহে টেডিদের একটি পুরো দিন নিজেদের জন্য উৎসর্গ করা হয়। এ দিনটিতে তাই ছেলে এবং মেয়ে উভয়ই একে অপরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকে।

টেডি বিয়ার প্রেমিক যুগলদের মধ্যে একটি প্রতীকী উপহার বলা যায়। টেডি বিয়ার উপহার দেওয়ার পেছনে মূল কারণটি হলো প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা। আপনি দূরে রইলেন না হয়, আপনার পাঠানো নরম টেডিকে জড়িয়ে ধরতে পারবেন আপনার সঙ্গী। খুব কাজের চাপের দিনে নরম টেডিকে জড়িয়ে ধরে মন মেজাজ ঠিক হয়ে যেতে পারে নিমেষে। খুব চাপের মাঝেও মুখে ফুটে উঠতে পারে হাসি।

পাশ্চাত্য সাহিত্যের অনেক গল্পে টেডি বিয়ারকে গোপন রক্ষক হিসেবে বিবেচনা করা হয়। অস্বীকার করার কোনো উপায় নেই যে যখন কেউ নিচু ও একা বোধ করে তখন আপনার টেডি বিয়ারের সঙ্গে একটি সুন্দর আলিঙ্গন আত্মাদের একাকিত্ব, কষ্টকে ভোলাতে সক্ষম।

টেডি সত্যিই আপনার সঙ্গীর মুখে হাসি আনবে। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এটি আপনার বন্ধুদের, আত্মীয়, বাবা মাকেও এই উপহার দিতে পারেন। এতে তারাও খুশি হবে। তো আর দেরি কেন? এই দিনটি উদযাপন করতে এখনই উপহার দেওয়া শুরু করতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

আজ টেডি ডে, প্রিয়জনকে টেডি উপহার দেওয়ার দিন

Update Time : 05:33:04 pm, Monday, 10 February 2025

ভ্যালেন্টাইন দিবস উদযাপনকে সামনে রেখে প্রতি বছর ১০ ফেব্রুয়ারি সারা বিশ্বে ‘হ্যাপি টেডি ডে’ পালন করার রীতি রয়েছে।

শৈশবে অনেকের সঙ্গে খেলার জন্য অনেকেরই একটি টেডি বিয়ার ছিল। এর কারণ হলো টেডিবিয়ার হলো সবচেয়ে প্রিয় নরম খেলনাগুলোর মধ্যে একটি। এ খেলনাটি বয়স নির্বিশেষে সব মানুষকেই খুশি করে। সম্ভবত এ কারণেই ভ্যালেন্টাইন সপ্তাহে টেডিদের একটি পুরো দিন নিজেদের জন্য উৎসর্গ করা হয়। এ দিনটিতে তাই ছেলে এবং মেয়ে উভয়ই একে অপরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকে।

টেডি বিয়ার প্রেমিক যুগলদের মধ্যে একটি প্রতীকী উপহার বলা যায়। টেডি বিয়ার উপহার দেওয়ার পেছনে মূল কারণটি হলো প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা। আপনি দূরে রইলেন না হয়, আপনার পাঠানো নরম টেডিকে জড়িয়ে ধরতে পারবেন আপনার সঙ্গী। খুব কাজের চাপের দিনে নরম টেডিকে জড়িয়ে ধরে মন মেজাজ ঠিক হয়ে যেতে পারে নিমেষে। খুব চাপের মাঝেও মুখে ফুটে উঠতে পারে হাসি।

পাশ্চাত্য সাহিত্যের অনেক গল্পে টেডি বিয়ারকে গোপন রক্ষক হিসেবে বিবেচনা করা হয়। অস্বীকার করার কোনো উপায় নেই যে যখন কেউ নিচু ও একা বোধ করে তখন আপনার টেডি বিয়ারের সঙ্গে একটি সুন্দর আলিঙ্গন আত্মাদের একাকিত্ব, কষ্টকে ভোলাতে সক্ষম।

টেডি সত্যিই আপনার সঙ্গীর মুখে হাসি আনবে। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এটি আপনার বন্ধুদের, আত্মীয়, বাবা মাকেও এই উপহার দিতে পারেন। এতে তারাও খুশি হবে। তো আর দেরি কেন? এই দিনটি উদযাপন করতে এখনই উপহার দেওয়া শুরু করতে পারেন।