সবুজ শ্যামল গ্রাম জনপদ রক্তে হলো লাল,
সেই লহুতে ভাসল দেশের হাওর নদী খাল।
অধিকারের ন্যায্য কথা আনলে কেউ মুখে
অমনি তারে সোজাসুজি করত গুলি বুকে।
ভরত নিয়ে অন্ধকারের বন্ধ কারাগারে;
এমনতর যন্ত্রণা কেউ সইতে কি আর পারে?
জাগল তখন দেশের মানুষ—জাগল মায়ের ছেলে,
মুক্তির নেশায় ঝাঁপিয়ে পড়ে রণের মশাল জ্বেলে।