
আফগানিস্তানের ইসলামিক আমিরাতের আমির ও তালেবান প্রধান শায়খ হিবাতুল্লাহ আখুন্দজাদা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে পূর্ণ শরিয়াহ আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। সম্প্রতি কান্দাহারে পাকতিয়া প্রদেশের গভর্নর ও অন্যান্য প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
শায়খ হিবাতুল্লাহ স্থানীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসলামী বিধান বিশেষ করে ‘আমর বিল মারুফ (পুণ্যের আদেশ) ও নাহি আনিল মুনকার (পাপ প্রতিরোধ)’ বাস্তবায়নে আন্তরিকতা ও কঠোরতা দেখান।
ইসলামিক আমিরাতের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক বিবৃতিতে বলেন, “সম্মানিত আমিরুল-মুমিনিন কর্মকর্তাদের শরিয়াহ বাস্তবায়ন, ইসলামী কাঠামো শক্তিশালীকরণ, পুণ্যের প্রচার এবং জনগণের সেবায় আত্মনিয়োগের নির্দেশ দিয়েছেন।”
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক আব্দুল সাদিক হামিদজয় বলেন, “সরকার যদি জনগণের আস্থা ও সমর্থন চায়, তাহলে প্রথম শর্ত হচ্ছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। তবেই কেউ বিচ্ছিন্ন বা হতাশ বোধ করবে না।”
এর আগে কান্দাহারে ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময়েও আমিরুল-মুমিনিন মতভেদ ও বিভক্তি দূর করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একটি ইসলামী ব্যবস্থা তখনই সফল হয়, যখন জাতি ঐক্যবদ্ধ ও সম্প্রীতিময় থাকে।”