Update Time :
06:10:04 pm, Wednesday, 12 February 2025
17
Time View
তুুমল জনপ্রিয় এক নাম সানি লিওন
নীল ছবির জগতের তুুমল জনপ্রিয় এক নাম সানি লিওন। একসময় পর্নো ইন্ড্রাস্ট্রির নিয়মিত এ অভিনেত্রী বর্তমানে থিতু হয়েছেন বলিউডে। তবে হাজার চেষ্টা করেও কপাল থেকে নীল ছবির নায়িকা তকমাটা একেবারে মুছে ফেলতে পারছেন না। এখনও তাকে সিনেমায় নেওয়ার সময় পরিচালক থেকে প্রযোজকদের মাথায় ঘোরে সেই পর্ন ছবিই।যখনই সানি লিওনের কথা আসে, তখনই প্লেবয় ম্যাগাজিন, পর্ন ছবির কথা আসবেই। বাবার সম্পত্তি বণ্টন, ভাইকে নিয়ে নজির গড়লেন রুনা খান।আসলে সানি লিওনই হলেন একমাত্র নারী, যিনি ভারতীয় হয়ে প্রথম প্লেবয় ম্যাগাজিনের কভারে সুযোগ পেয়েছিলেন।
যৌনতার দুনিয়ায় হইচই ফেলে দিলেও, এর কারণে সানির জীবন হয়ে গিয়েছিল কঠিন। এমনকী, মা-বাবার কাছে বড্ড ছোট হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। বেরিয়ে যেতে হয়েছিল বাবার বাড়ি থেকে।সানির মা-বাবা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও, এই নগ্নতাকে বিক্রি করে সানির ভাই পকেটে পুরেছিলেন প্রচুর টাকা! সানির কাছ থেকে অটোগ্রাফ নিয়ে তার ভাই বন্ধুদের কাছে মোটা টাকায় বিক্রি করতেন ছবি। আর এভাবেই সানির ছবি বিক্রি করে পকেট মানি তুলতেন অভিনেত্রীর ভাই। রণজিৎ কৌর ওরফে সানি লিওনির ভাই সন্দীপ বোহরা নিজমুখেই অতীতের কথা বলেছিলেন তথ্যচিত্রে। তিনি জানান, টাকা রোজগারের জন্য দিদির নগ্ন ছবি পোস্টার হিসেবে ছাপিয়ে কলেজে বিক্রি করতেন তিনি। যদিও সানি নিজেই অনুমতি দিয়েছিলেন ভাইকে। তাই সেই সব পোস্টারে থাকত সানির সইও।