বুধবার (১৯ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদন জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেসন আইএসএসে দীর্ঘ সময় অবস্থান করার ফলে তাদের শারীরিক বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। মহাকাশে দীর্ঘ সময় থাকার কারণে পেশি ও হাড়ক্ষয়, কিডনির সমস্যা এবং দৃষ্টিশক্তির ওপর প্রভাব পড়তে পারে বলে জানান বিশেষজ্ঞরা। নাসা এসব বিষয়ে সতর্ক নজর রেখেছিল এবং তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা নিয়েছিল।
মহাকাশে যা খেতেন সুনিতা ও বুচ
মহাকাশে থাকাকালীন সুনিতা ও বুচের খাদ্যাভ্যাস নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। গত বছরের ১৮ নভেম্বর নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে জানানো হয়, আইএসএসে থাকা নভোচারীরা পিৎজা, রোস্ট করা মুরগির মাংস, চিংড়ির ককটেল, টুনা মাছ, সিরিয়াল, গুঁড়া দুধ, স্যুপ, স্টু এবং ক্যাসেরোলের মতো খাবার খেতেন।
সুনিতা ও বুচের ফিরে আসার মিশনটি ‘ক্রু-১০’ নামে পরিচিত ছিল। এই মিশনে নতুন চারজন নভোচারী আইএসএসে পৌঁছান এবং পরে সুনিতা, বুচসহ আরও দুই নভোচারী—যুক্তরাষ্ট্রের নিকোলাস হেগ ও রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভ পৃথিবীতে ফিরে আসেন।সুনিতা উইলিয়ামস (৫৯) এবং বুচ উইলমোর (৬২) উভয়েই মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, পরে নাসায় যোগ দেন।