
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নাঈম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৫) দুপুরে উপজেলার শরীফপুর গ্রামে নাঈমের নিজ বসতবাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাঈমের পরিবারের সদস্যরা বলেন, “আমরা এখনো বিচারের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। আমরা চাই দ্রুত আসামিদের গ্রেফতার করা হোক এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”
নাঈমের পিতা-মাতা এবং আত্মীয়স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমরা আর সহ্য করতে পারছি না—আমরা বিচার চাই।” পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন পূর্বে উপজেলার শরীফপুর গ্রামে সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড, যা এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি করেছে।