
সাতক্ষীরার পৃথক পৃথক স্থানে ঘটনায় কলেজছাত্রী ও গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- তালা উপজেলার কলেজছাত্রী সানজিদা আক্তার তুলি (১৭) এবং কালিগঞ্জ উপজেলার রুমা খাতুন (২২)।তালা থানা অফিসার ইনচার্জ ওসি শেখ শাহিনুর রহমান জানান, সাতক্ষীরার তালায় সানজিদা আক্তার তুলি (১৭) নামে এক কলেজছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল সরদারের মেয়ে। দগ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তুলি তালা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ওসি আরও জানান, প্রেমঘটিত কারণে বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘোনা গ্রামের বাড়িতে সে শরীরে আগুন লাগালে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, সাতক্ষীরার কালিগঞ্জে লিচু ভাগাভাগি নিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রুমা খাতুন (২২) নামের এক গৃহবধূ। নিহত রুমা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলার শেখপাড়া গ্রামের শারাফাত হোসেনের স্ত্রী এবং সাতক্ষীরার সুলতানপুর এলাকার সোহাগ গাজীর মেয়ে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার পশ্চিম মৌতলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, দুপরের দিকে বাড়ির গাছের লিচু ভাগাভাগিকে কেন্দ্র করে শাশুড়ির সঙ্গে রুমার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গৃহবধূ রুমা অভিমানে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়।
পরিবারের বরাতে ওসি আরও জানান, রুমা দীর্ঘদিন ধরে এলাকার বাচ্চাদের প্রাইভেট পড়াতেন। এলাকার বাচ্চারা প্রাইভেট পড়তে এসে ম্যাডামকে খুঁজে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তিনি সাড়া না দেয়ায় তারা চিৎকার দেয়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তালা ও কালিগঞ্জ থানা পুলিশ জানায়, উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।