পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে আসলে তারা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। শুরু হয় বিক্ষোভ সমাবেশ।এ সময় শিক্ষার্থীরা নানা শ্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা বলেন, মাগুরাসহ বিভিন্নস্থানে নারীদের ওপর সহিংসতা নিপীড়নের ঘটনা ঘটছে। নারীদের নিরাপত্তা না দিতে পারলে এই সরকারের প্রয়োজন নেই।
এ সময় শিক্ষার্থীরা ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তারা ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চান।