
ইউজিসির বাজেট বৃদ্ধি, আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দফা দাবির প্রেক্ষিতে উপাচার্য ভবনে তালা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সামাজিক বিজ্ঞান ভবন ও বিজ্ঞান ভবন ঘুরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সমাবেশ করেন তারা। প্রায় দুই ঘণ্টা উপচার্যকে ভবন আটকে রেখে আগামী সপ্তাহে লং মার্চের ঘোষণা দিয়ে সমাবেশ শেষ করেন শিক্ষার্থারা।
আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে জবিয়ানরা বৈষম্যের শিকার। প্রশাসনের উচিত ছিল এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কিন্ত তারা তা করেনি। আজকের এই কর্মসূচির মাধ্যমে ঘোষণা করতে চাই যদি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেও আপনারা আমাদের দাবি মেনে না নেন তাহলে আমরা যেকোনো পদক্ষেপ গ্রহণ করবো। পরবর্তীতে যদি কিছু হয় তাহলে আমাদের দায়ভার দিতে পারবেন না। আপনাদের ভালোই ভালোই বলছি আমাদের এই দাবি মেনে নেন।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, চার দফা দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। কিন্তু প্রশাসনের ঘাফিলতির কারণে আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। দাবি আদায়ে আগামী সপ্তাহে আমরা লং মার্চ করার সিদ্ধান্তে নিয়েছি।
এ সময় সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।