
খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের শিক্ষার্থীরা।ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাংচুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের শিক্ষার্থীরা।
সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে খুলনার জাতিসংঘ পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের শিক্ষার্থীরা।মিছিল টি নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে প্রদক্ষিণ করে।
এ সময় তারা ভারতের বাংলাদেশ বিরোধী প্রচার ও সহকারী হাইকমিশনে ভাংচুরের প্রতিকারের দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে। ঘটনার পর সন্ধ্যা থেকে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এ ঘটনায় ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।