
আর কিছুদিন পর পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। অন্যদিকে গত সোমবার(২৪ মার্চ) থেকে ঈদ উপলক্ষে আগাম টিকিটে ঈদযাত্রা শুরু হয়েছে। ঈদের আনন্দের দিনটি যত কাছে আসছে স্টেশনে বাড়ছে যাত্রীদের সংখ্যা। তবে এখন পর্যন্ত পূর্বের মতো চিরচেনা উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে না। ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে সব ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। ঈদে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ইতিমধ্যে পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এছাড়া রেলের আন্তঃনগর ট্রেনগুলোতে যুক্ত করা হয়েছে ৪৪টি নতুন কোচ।
আজ বিকেল থেকে যাত্রীর চাপ বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামীকাল সরকারি ছুটির প্রথম দিনে গার্মেন্টস কারখানা ছুটির পরে পূর্ণোদ্দমে যাত্রীর আগমন শুরু হবে। বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস প্রায় ১ ঘন্টা বিলম্ব করেছে। এছাড়া এখনো পর্যন্ত ছেড়ে যাওয়া আর কোনো ট্রেনই সিডিউল মিস করেনি।
অন্যদিকে, গত কয়েক দিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও সেখানে তেমন দৃশ্যমান ভিড় নেই। বাস কাউন্টারে কর্মীরা অলস সময় কাটাচ্ছেন, কেউ কেউ যাত্রীদের ডাকছেন। বাস সময়মতো ছাড়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন এবং অনলাইনে টিকিট পেয়ে তাদের ভোগান্তি কমে গেছে বলে জানিয়েছেন।