
রাজধানীর ধানমণ্ডিতে নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। ৬০ হাজার বর্গফুটের চারতলাবিশিষ্ট স্টোরটি বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। আউটলেটটি শুধু ক্রয়কেন্দ্র নয়; এটি বাংলাদেশের ঐতিহ্য ও সৃষ্টিশীলতার প্রতীকও। চারতলা উচ্চতাবিশিষ্ট নকশিকাঁথা, মৃশিল্পের দেয়াল, তামা ও পুনর্ব্যবহূত কাঁচের ঝুলন্ত শিল্পকর্ম দিয়ে সাজানো স্টোরটি সহজেই দৃষ্টি কেড়ে নেয়।এখানে শিশুদের জন্য রয়েছে জাদুকরী বন থিমের প্লে গ্রাউন্ড। সাততলায় রয়েছে বাংলাদেশি ফিউশন খাবারের রেস্টুরেন্ট অরেঞ্জ প্যারট।