
মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সেলনার মহাতারকা হয়ে ওঠা লামিন ইয়ামালের। এই স্প্যানিশ বিস্ময়বালকের কাতালানদের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল আগামী বছর পর্যন্ত। সদ্য সমাপ্ত হওয়া মৌসুমে যেভাবে দ্যুতি ছড়িয়েছেন, তাতে নতুন চুক্তি অবধারিত ছিল। অবশেষে মঙ্গলবার ইয়ামালের সঙ্গে চুক্তির খবর প্রকাশ করেছে বার্সেলোনা। ২০৩১ পর্যন্ত এই তরুণ তুর্কি থাকছে কাতালুনিয়ান ক্লাবটিতেই।বার্সেলোনার ওয়েবসাইটে এই নতুন চুক্তির ঘোষণা দেয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নদের একটি ভিডিওতে ক্যাপশনে লেখা হয়েছে, ‘লেটস ড্যান্স আনটিল ২০৩১ বর্তমানে বার্সেলোনার ১০ নম্বর জার্সি পড়ছেন আনসু ফাতি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে স্রেফ ১১টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন এই ২২ বছর বয়সী ফরোয়ার্ড। তাই ফাতির ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। সেক্ষেত্রে মহাগুরুত্বপূর্ণ এই ১০ নাম্বার জার্সি উঠবে ইয়ামালের গায়ে। আগেই প্রকাশিত খবর অনুযায়ী, এই ১৭ বছর বয়সী ফরোয়ার্ডের রিলিজ ক্লজ ধার্য হয়েছে ১০০ কোটি ইউরো । দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে এই মৌসুমে ১৮ গোলের সঙ্গে ২৫টি অ্যাসিস্টও করেছেন ইয়ামাল। এই বয়সেই তার নামে সঙ্গে জুড়ে দেয়া হচ্ছে কিংবদন্তিদের নাম। এবারের ব্যালন ডি’অর লড়াইয়েও অনুমিতভাবেই অনেকটা এগিয়ে থাকবেন বার্সার অঘোষিত এই মেইনম্যান। চুক্তির বিস্তারিত অনেক কিছুই স্বাভাবিকভাবে প্রকাশিত হয়নি এখনও। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্যালন ডি’অর জিততে পারলে রয়েছে বিশেষ বোনাসের ব্যবস্থা।