
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা আচরণে ক্ষুব্ধ হয়েছে নিউইয়র্কে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা ও মুক্ত-জীবনের প্রতিকৃতি ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফেরত চাইলেন ফ্রান্সের সমাজতন্ত্রী এমপি রাফায়েল গুরুক্সম্যান। ১৪০ বছর আগে এটি যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল ফ্রান্স।রাফায়েল গুরুক্সম্যান বলেন, ট্রাম্পের আচরণকে আর সহ্য করা যায় না। বন্ধু হিসেবেও তাকে আর ভাবতে চাই না। তাই বন্ধুত্বের স্মারকটি এখন ফেরত চাওয়ার সময় হয়েছে।
দুই দিন আগে দলীয় এক সমাবেশে ট্রাম্পের সমালোচনা করে ফ্রান্সের এই এমপি বলেন, যেসব বিজ্ঞানী-গবেষক স্বাধীন মত প্রকাশ করছেন, বিশ্ব মানবতার কল্যাণে নিজের মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন, তাদের বরখাস্ত করা হচ্ছে ঢালাওভাবে। এটা অসহনীয়। তাই আমাদের ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফেরত চাইতে হবে। অমন স্বৈরাচারী আচরণে লিপ্ত প্রেসিডেন্টের দেশে সেটি আর মানায় না।
ইউক্রেনে সহায়তা স্থগিতের সংবাদে ক্ষুব্ধ ফ্রান্সবাসীর সঙ্গে তাল মিলিয়ে সমাজতন্ত্রী এমপি রাফায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যদিও ইউক্রেনে মার্কিন সহায়তা পুনরায় চালু করা হয়েছে। এই এমপি ফ্রাঞ্চ সরকারকে আরো পরামর্শ দিয়েছেন যে, ট্রাম্পের নির্বিচার বরখাস্তের ভুক্তভোগীদের ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে প্রকারান্তরে ফ্রান্সই লাভবানই হবে।