
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বদলানোর সময় দাঁড়ানো ট্রেনে জোরে ধাক্কা লেগে প্রায় অর্ধশত যাত্রী আ’হ’ত হয়েছেন। এ ঘটনায় আহত যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নং ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:লালমনিরহাটে যক্ষ্মা দিবস পালিত
One thought on “লালমনিরহাটে দাঁড়ানো ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আ’হ’ত ৫০”