Dhaka 10:16 am, Wednesday, 26 March 2025

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে স্পেন

এগিয়ে গেল স্পেন।

নির্ধারিত সময়ের মধ্যে দু’বার ও অতিরিক্ত সময়ে আরও একবার এগিয়ে গেল স্পেন। প্রতিবারই ম্যাচে ফিরলো নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে আর পারলো না ডাচরা। রোববার দুই লেগ মিলিয়ে ৫-৫ গোলে সমতার পর ৫-৪ গোলে টাইব্রেকারে জিতল স্প্যানিশরা। অন্য ম্যাচে ইতালিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মানি।নেদারল্যান্ডসের মাঠে প্রথম লেগ ড্র হয় ২-২ গোলে। ফিরতি লেগে ভ্যালেন্সিয়াতেও নিজেদের মেলে ধরল দু’দলই।

এদিন ১৯টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। ১৬টির মধ্যে সমান ৯টি শট লক্ষ্যে থাকে ডাচদেরও। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মিকেল ওয়ারসাবাল। বিরতির আগে দারুণ সব আক্রমন-পাল্টা আক্রমণেও জাল খুঁজে পায়নি দু’দল। মাঠে ফিরে ৫৪তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় ডাচরাও। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান মেম্ফিস ডিপাই। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামা এই ফরোয়ার্ডের গোল হলো ৪৭টি। আর ৩ বার জাল খুঁজে নিলেই ছুঁয়ে ফেলবেন নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতা রবিন ভ্যান পার্সিকে। ৬৭তম মিনিটে ফের স্পেনকে লিড এনে ওয়ারসাবাল। কিছুক্ষণের মধ্যে সেটি শোধ করেন ইয়ান মাতসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে স্পেন

Update Time : 02:19:16 pm, Monday, 24 March 2025

নির্ধারিত সময়ের মধ্যে দু’বার ও অতিরিক্ত সময়ে আরও একবার এগিয়ে গেল স্পেন। প্রতিবারই ম্যাচে ফিরলো নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে আর পারলো না ডাচরা। রোববার দুই লেগ মিলিয়ে ৫-৫ গোলে সমতার পর ৫-৪ গোলে টাইব্রেকারে জিতল স্প্যানিশরা। অন্য ম্যাচে ইতালিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মানি।নেদারল্যান্ডসের মাঠে প্রথম লেগ ড্র হয় ২-২ গোলে। ফিরতি লেগে ভ্যালেন্সিয়াতেও নিজেদের মেলে ধরল দু’দলই।

এদিন ১৯টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। ১৬টির মধ্যে সমান ৯টি শট লক্ষ্যে থাকে ডাচদেরও। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মিকেল ওয়ারসাবাল। বিরতির আগে দারুণ সব আক্রমন-পাল্টা আক্রমণেও জাল খুঁজে পায়নি দু’দল। মাঠে ফিরে ৫৪তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় ডাচরাও। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান মেম্ফিস ডিপাই। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামা এই ফরোয়ার্ডের গোল হলো ৪৭টি। আর ৩ বার জাল খুঁজে নিলেই ছুঁয়ে ফেলবেন নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতা রবিন ভ্যান পার্সিকে। ৬৭তম মিনিটে ফের স্পেনকে লিড এনে ওয়ারসাবাল। কিছুক্ষণের মধ্যে সেটি শোধ করেন ইয়ান মাতসেন।