
প্রথমবারের মতো মরক্কো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ বংশোদ্ভূত মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ। চলতি মাসে অ্যাঙ্গোলা ও মরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে। ২০২১ সালে লিথুনিয়ার বিপক্ষে একটি মাত্র প্রীতি ম্যাচে স্পেনের প্রতিনিধিত্ব করেছিলেন ২৪ বছর বয়সী দিয়াজ। সে সময়ে করোনা মহামারীতে কোনো সিনিয়র ফুটবলার খেলতে রাজী না হওয়ায় স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন দিয়াজ।
আরো পড়ুন:‘টাইমড আউট’ উদযাপন নিয়ে যা বলল শ্রীলঙ্কা
এরপর আর স্প্যানিশ দলে খেলার সুযোগ পাননি তিনি। যে কারণে বছরখানেক আগে মরক্কোর নাগরিকত্বের জন্য আবেদন করেন দিয়াজ। স্পেন দলে ডাক পাবার দীর্ঘ প্রতীক্ষা আর মেনে নিতে পারেননি দিয়াজ। এদিকে বুধবার মরোক্কান ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। প্রথমবারের মতো এই দলে ডাক পেয়েছেন মোনাকোর ১৯ বছর বয়সী মিডফিল্ডার এলিয়েসেন সেগিরও। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ফ্রান্স দলকে প্রতিনিধিত্ব করেছেন এলিয়েসেন।
3 thoughts on “স্পেন নয়, মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত সেই দিয়াজের”