Dhaka 7:18 am, Sunday, 16 March 2025

শক্তিশালী দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা
করেছে দক্ষিণ আফ্রিকা। নতুন চার ক্রিকেটারসহ দলে ফিরেছেন অভিজ্ঞ নর্কিয়া-এনগিডির
মতো অভিজ্ঞ পেসাররা। সর্বশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা
দল থেকে প্রোটিয়াদের স্কোয়াডে আছেন ১০ জন। ইনজুরির কারণে ২০২৩ ওয়ানডে
বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন এনরিখ নর্কিয়া। ২০২৪ সালের শেষভাগে এসে
চোটে পড়েছিলেন লুঙ্গি এনগিডিও। ইনজুরি কাটিয়ে তারা আবারও স্কোয়াডে জায়গা করে
নিয়েছেন।   প্রোটিয়াদের বোলিং বিভাগে নর্কিয়া, এনগিডিদের সাথে রয়েছেন
রাবাদা,মহারাজ, শামসিরা। ব্যাটিংয়ে এইডেন মারক্রাম, ফন ডার ডুসেনদের সাথে রয়েছেন
হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররা।  এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টার
বলেন, ‘আমরা আমাদের ২০২৩ বিশ্বকাপ স্কোয়াডের মূল গ্রুপ বজায় রাখতে পেরেছি।
আমাদের সবশেষ পারফরম্যান্স এটাই দেখায় যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে কতটা সক্ষম।
আমরা আমাদের এই ধারা বজায় রাখতে চাই এবং পরবর্তীতে আরও ভালো করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই স্কোয়াডে অনেক অভিজ্ঞতাপূর্ণ ক্রিকেটার রয়েছেন। যারা
জানেন কিভাবে কঠিন সময়ে পারফর্ম করতে হয়। এই ধরনের টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস
শিপে) আমাদের পারফরম্যান্স খুবই কাজে আসবে।’  চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার
প্রথম ম্যাচ হবে ২১শে ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিপক্ষে। কয়েক দিন আগে আসন্ন টুর্নামেন্টে আফগানদের বয়কটের ডাক দেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি।
গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এইডেন
মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান
রিকেলটন, তাব্রেইজ শামসি, রাসি ফন ডার ডুসেন ও ট্রিস্টান স্টাবস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

শক্তিশালী দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

Update Time : 05:34:42 pm, Monday, 13 January 2025
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা
করেছে দক্ষিণ আফ্রিকা। নতুন চার ক্রিকেটারসহ দলে ফিরেছেন অভিজ্ঞ নর্কিয়া-এনগিডির
মতো অভিজ্ঞ পেসাররা। সর্বশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা
দল থেকে প্রোটিয়াদের স্কোয়াডে আছেন ১০ জন। ইনজুরির কারণে ২০২৩ ওয়ানডে
বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন এনরিখ নর্কিয়া। ২০২৪ সালের শেষভাগে এসে
চোটে পড়েছিলেন লুঙ্গি এনগিডিও। ইনজুরি কাটিয়ে তারা আবারও স্কোয়াডে জায়গা করে
নিয়েছেন।   প্রোটিয়াদের বোলিং বিভাগে নর্কিয়া, এনগিডিদের সাথে রয়েছেন
রাবাদা,মহারাজ, শামসিরা। ব্যাটিংয়ে এইডেন মারক্রাম, ফন ডার ডুসেনদের সাথে রয়েছেন
হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররা।  এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টার
বলেন, ‘আমরা আমাদের ২০২৩ বিশ্বকাপ স্কোয়াডের মূল গ্রুপ বজায় রাখতে পেরেছি।
আমাদের সবশেষ পারফরম্যান্স এটাই দেখায় যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে কতটা সক্ষম।
আমরা আমাদের এই ধারা বজায় রাখতে চাই এবং পরবর্তীতে আরও ভালো করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই স্কোয়াডে অনেক অভিজ্ঞতাপূর্ণ ক্রিকেটার রয়েছেন। যারা
জানেন কিভাবে কঠিন সময়ে পারফর্ম করতে হয়। এই ধরনের টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস
শিপে) আমাদের পারফরম্যান্স খুবই কাজে আসবে।’  চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার
প্রথম ম্যাচ হবে ২১শে ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিপক্ষে। কয়েক দিন আগে আসন্ন টুর্নামেন্টে আফগানদের বয়কটের ডাক দেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি।
গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এইডেন
মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান
রিকেলটন, তাব্রেইজ শামসি, রাসি ফন ডার ডুসেন ও ট্রিস্টান স্টাবস।