
ফেনীর পরশুরাম সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪) নামে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার রাত তিনটার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সোমালিয়ান নাগরিককে আটক করা হয়। ভিসা ছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাকে ফরেইন আইন ১৯৪৬-এর ৩ (২)(খ)/১৩/১৪ ধারায় জব্দকৃত মালামালসহ পরশুরাম মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আটককৃত ব্যক্তির সঙ্গে পাওয়া পাসপোর্টের তথ্যমতে, ২০২১ সালের অক্টোবর মাস থেকে ২০২২ সালের ২৪ জুলাই পর্যন্ত তার বাংলাদেশি ভিসা ছিল। এ ছাড়াও তার কাছ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে। যেখানে তার পরিচয় বিবিএ ৬০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে উল্লেখ রয়েছে।
ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। আটক সোমালিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।