
মহাকাশযাত্রায় অংশ নিয়ে ইতিহাস গড়েছেন ছয় নারী। তাদের একজন মার্কিন পপতারকা কেটি পেরি। জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের ‘নিউ শেপার্ড’ নামের মহাকাশযানে তারা এই অভিযান সম্পন্ন করেন।
বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে অবস্থিত ব্লু অরিজিনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে এই ক্যাপসুল। কেটি পেরির পাশাপাশি এতে ছিলেন—জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সাংবাদিক গেইল কিং, নাসার প্রকৌশলী আয়েশা বোয়ে, অধিকারকর্মী আমান্ডা নুয়েন ও প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।
মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১০০ কিলোমিটার ওপরে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারমান রেখা পর্যন্ত উঠে যায়। সেখানে প্রায় ৩ মিনিট কাটিয়ে মোট ১১ মিনিটের সফল ভ্রমণ শেষে তারা নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। এই অভিযানকে ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ এটি ছিল প্রথম কোনো একক নারী দল নিয়ে মহাকাশ অভিযান।
যাত্রাপথে মহাকাশের ভারহীন পরিবেশ উপভোগ করেন এই ছয় নারী। তারা তাদের আসন থেকে উঠে জানালার পাশে গিয়ে পৃথিবীর দৃশ্য অবলোকন করেন। এটি ছিল ব্লু অরিজিনের ১১তম মানববাহী মহাকাশ মিশন, তবে প্রতিষ্ঠানটি মহাকাশ সফরের খরচ এখনো প্রকাশ করেনি। এ মহাকাশ অভিযানে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান প্রধান ও মহাকাশ উদ্যোগের অন্যতম উদ্যোক্তা জ্যারেড আইজ্যাকম্যান।