
কক্সবাজার থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট, ইলেকট্রনিক সামগ্রী ও তৈরি পোশাক সামগ্রীসহ ছয় জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের বোট জব্দসহ ছয় জনকে আটক করা হয়।
জব্দকৃত কাঠের বোটে ৬০০ বস্তা সিমেন্ট, ৬০০টি মোবাইল চার্জার, ৬০টি পকেট রাউটার, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ ইয়ারফোন, ১০টি মোটর সাইকেল ব্যাটারি, ৫৬০ কেজি ওয়েল্ডিং রড, ৩৯৫ লিটার পেইন্ট, ২৮৬টি পোশাক ও ১৬ রোল তেরপল উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, সাইদুল হক (২৩), জয়নাল (২২), মোহাম্মদ বেলাল (২১), হোসেন (সাদ্দাম) (২৮), মোহাম্মদ নাজিম (২০) এবং মোহাম্মদ কামাল (৩৮)। আটককৃতরা সকলেই কক্সবাজারের বাসিন্দা। সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত বোট, সকল মালামাল এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমপ্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।