
ছয় দফা দাবির পক্ষে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ করেছেন।
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে জুমার নামাজের পর একযোগে মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল করে । তারই অংশ হিসেবে দুপুর ২টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়।
মিছিলে শিক্ষার্থীরা মাথায় এবং পরনে কাফনের কাপড় পরিধান করেন। তাঁরা ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘এক হও, পলিটেকনিক এক হও’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি জামে মসজিদ থেকে শুরু হয়ে সাতরাস্তা ঘুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, “আমরা সচিবালয়ে বৈঠক করে কার্যকর ব্যবস্থা চেয়েছিলাম। কিন্তু শিক্ষা উপদেষ্টা ও সচিব কেউই উপস্থিত ছিলেন না। আমরা এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।” এর আগে গত বুধবার শিক্ষার্থীরা সড়ক ও রেল অবরোধ করে আন্দোলনে নামে। প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার কর্মসূচি শিথিল করলেও আলোচনায় ফল না আসায় শুক্রবার তাঁরা ‘কাফন মিছিল’ করেন।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
-
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% কোটা বাতিল।
-
পদোন্নতির রায় বাতিল।
-
ক্র্যাফট ইনস্ট্রাক্টরের পদবি পরিবর্তন।
-
মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।
-
২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল।
-
বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।