
পুলিশের ডিজিটাইজেশনে নতুন চারটি গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হিসেবে সরকার নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে পুলিশের হটলাইন সেবার পাশাপাশি নারীরা সহজেই অভিযোগ জানাতে পারবেন।মঙ্গলবার (১১মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া অনলাইনে সাধারণ ডায়েরি করার পদ্ধতিতেও পরিবর্তন আসছে। যুক্ত হচ্ছে অনলাইন এফআইআর পদ্ধতি। এক্ষেত্রে কল সেন্টারে প্রোফাইল ডাউনলোড হওয়ার পর কলটি সরাসরি সংশ্লিষ্ট থানায় চলে যাবে।বর্তমানে থানার দায়িত্বরতদের ফোন নম্বরের ডাটাবেজ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।উদ্যোগগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের কারিগরি সহায়তা আইসিটি বিভাগ থেকে করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।