
চুয়াডাঙ্গা জেলায় শর্ট সিলেবাসের দাবিতে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেন এসময় বিভিন্ন প্রিন পত্রিকা মিডিয়া সহ কেনো সাংবাদিকরা না আসার কারণে জেলার মুল পয়েন্ট শহীদ হাসান চতুরতে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা ।
এদিকে যানা যায় শিক্ষার্থীদের কাছ থেকে সিলেবাস সংক্ষিপ্ত চেয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণকেন্দ্র শহিদ হাসান চত্বরে এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দাবি, সংবাদ প্রচার না হওয়া এবং সংবাদকর্মীরা শিক্ষার্থীদের কর্মসূচিতে না আসায় প্রায় ২ ঘন্টা চুয়াডাঙ্গা জেলা শহরের চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এসময় এই ব্যস্ততম সড়কে যান চলাচল পরিপূর্ণ বন্ধ হয়ে যায় । পরে খবর পেয়ে সাংবাদিকরা দূরত্ব সেখানে পৌছালে তাদের দাবি তারা তুলে ধরে এরপরই শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায় গিয়ে মুক্ত মঞ্চে অবস্থান করে ।
দিকে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আছেন চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ। ঘটনাস্থলে এসে তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও শিক্ষার্থীদের দাবি লিখিতভাবে জেলা প্রশাসক কিংবা উপজেলা প্রশাসনের নিকট দেয়ার অনুরোধ করেন।