
মেয়েদের জন্য বিশেষ ক্যাম্পেইনের আওতায় সালোয়ার-কামিজ এনেছে দারাজ। পাওয়া যাবে সর্বনিম্ন এক হাজার ৫০০ টাকায়। ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেটের মতো বিভিন্ন পেমেন্ট পার্টনারের মাধ্যমে মূল্য পরিশোধে পাওয়া যাবে আরো অতিরিক্ত ১৫ শতাংশ মূল্যছাড়।অনলাইনে পণ্য কেনাকাটার আরেকটি বড় মাধ্যম অথবাডটকম।ঈদের কেনাকাটায় প্রতিষ্ঠানটিতে চলছে গ্র্যান্ড ঈদ ফেস্টিভাল ২০২৫ ক্যাম্পেইন। এর আওতায় এক লাখেরও বেশি পণ্য কেনাকাটায় থাকছে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। অথবাডটকমের নির্বাহী প্রধান ইব্রাহিম স্বপন জানান, ঈদের পোশাক কেনাকাটায় রয়েছে ৭২ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া গৃহস্থালি পণ্যে ৪০ শতাংশ, মোবাইল ও গ্যাজেটে ৫০ শতাংশ, ফার্নিচারে ২০ শতাংশ, খেলনায় ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়সহ নানা অফার। বিভিন্ন ব্যাংক কার্ডে থাকছে ইএমআই সুবিধা।