
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় আটাবহ ইউনিয়নের জাঙ্গালিয়াপাড়া ব্রীজ সংলগ্ন “মেসার্স মা বাবা এন্টারপ্রাইজ” দোকানের চুরি ঘটনা ঘটেছে।
দোকান মালিক মোঃ আলমগীর হোসেন (৩৫), সংবাদ দিগন্ত কে জানান জাঙ্গালিয়াপাড়া ব্রীজ সংলগ্ন “মেসার্স মা বাবা এন্টারপ্রাইজ” নামক দোকান দিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। আমি উক্ত দোকানে ঢেউটিন, প্লেনসিট, টুয়া, রড, সিমেন্ট ইত্যাদি মালামাল পাইকারী ও খুচরা বিক্রয় করি। আমার উক্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য মোঃ শাহিনুরকে (২৮)ম্যানেজার হিসাবে নিয়োগ দেই। উপজেলার দেওয়ার গ্রামের -নুরুজ্জামান, ছেলে। প্রতিদিনের ন্যায় গত ইং-২০/০১/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ৬.০০ ঘটিকার সময় আমার নিযুক্ত ম্যানেজার দোকান বন্ধ করিয়া বাড়ীতে চলিয়া যায়। ২১/০১/২০২৫ তারিখ ভোর অনুমান ৫.৩০ ঘটিকার সময় আমার দোকানের পশ্চিম পার্শ্বের বাড়ীর জনৈক মোতালেব মিয়ার স্ত্রী আমার ম্যানেজারকে মোবাইল ফোন করিয়া জানায় যে, আমার দোকানে চুরি হয়েছে। সাথে সাথে ম্যানেজার আমাকে জানাইলে আমি দ্রুত দোকানে গিয়া দেখি দোকানের ০৭টি সাটারের মধ্যে ০১টি সাটারের ০২টি তালা ভাঙ্গা। দোকানের ভিতরে গিয়া দেখি দোকানের মালামাল এলোমেলো এবং দোকানে রাখা টিনের মধ্যে ৪৮ বান টিন চুরি করে নিয়ে গেছে তাহার বাজার মূল্য ৩,৫৫,২০০/
কালিয়াকৈরে থানা পরিদর্শক (এসআই) শফিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।