
মাধ্যমিক পরীক্ষার হলে নকল করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে গোলাগুলির এক পর্যায়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলায় এ ঘটনা ঘটে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নকল করা নিয়ে পরীক্ষার হলে তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে পরের দিন একই ঘটনার সৃষ্টি হলে এক পর্যায়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহতসহ মোট তিনজন আহত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে একজন তার পায়ে আঘাত পেয়েছে এবং অন্যরা পিঠে। এ ঘটনায় নিহত ছাত্রের মরদেহ পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত করছে।
পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ হওয়ায় নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে পুলিশের একটি ফোর্স মোতায়েন করা হয়েছে। এই হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এদিকে নিহত ছাত্রের পরিবার ও গ্রামবাসীরা ন্যায় বিচারের দাবিতে স্থানীয় একটি মহাসড়ক অবরোধের হুমকি দেয়। তবে পুলিশ তাদের সঙ্গে কথা বলে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেছে।