
মিরপুরে ১৭৬ রানের ইনিংসের দিন আক্ষেপ ছিল ডাবল সেঞ্চুরির! এরপর টানা দুই ম্যাচে রান পেলেন না। তবে রানে ফিরতে বেশি সময়ও নিলেন না নাঈম শেখ। গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তুলে নিয়েছেন আরেকটি বিধ্বংসী সেঞ্চুরি। আর তাতে সহজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
ঢাকা প্রিমিয়ার লীগে গতকাল বিকেএসপি’র ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারায় প্রাইম ব্যাংক। ১৬০ রানের লক্ষ্য মাত্র ২০.১ ওভারে ছুঁয়ে ফেলে ব্যাংকের দলটি। ৬৪ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৪ রান করেন নাঈম। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই। সাত ম্যাচে প্রাইম ব্যাংকের এটি চতুর্থ জয়। টেবিলের পাঁচ নম্বরে তারা। স্রেফ এক জয়ে তলানিতে শাইনপুকুর।রান তাড়ায় প্রথম ওভারে শাহিন আলমের বলে দুটি চার দিয়ে শুরু করেন নাঈম। সেখান থেকে শুধু বাউন্ডারির বন্যা বইয়ে দেন তিনি। ৩৬ বলে পূর্ণ করেন পঞ্চাশ। অন্য প্রান্তে নাঈমকে দারুণ সঙ্গ দেন সাব্বির হোসেন। উদ্বোধনী জুটিতে মাত্র ৯৪ বলে আসে ১২০ রান। ১৬তম ওভারে আউট হওয়ার আগে সাব্বিরের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৪৮ রান,। শাহাদাত হোসেন দীপুকে নিয়ে এরপর ম্যাচ শেষ করেন নাঈম।