
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। এর মধ্যে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’—এই চার সিনেমা নিয়ে কমবেশি আলোচনা হয়েছে। ঈদুল আজহার বাকি এক মাসেরও কম সময়। এর মধ্যেই ঈদের ছবির প্রচার শুরু করেছেন কেউ কেউ। ঈদে আসছে কোন তারকার সিনেমা?কিছুদিন আগেই শাকিব খানের জন্মদিনে এসেছে ‘তাণ্ডব’ সিনেমার ঘোষণা। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির শুটিং এখনো চলছে।‘তাণ্ডব’ সিনেমার পোস্টার।
ফেসবুক থেকেছবিতে শাকিব ছাড়া অন্য কোনো অভিনয়শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ‘বরবার’-এর পর ঢাকাই ছবির অন্যতম শীর্ষ নায়কের কাছে দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। ‘তাণ্ডব’ নিয়েও তাই ভক্তদের তুমুল কৌতূহল।আগামী ঈদে মুক্তি পেতে পারে মোশাররফ করিম ও শরীফুল রাজ অভিনীত সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’। এ ছবিতে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণের থাকার কথা, যদিও সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীকোলাজএদিকে বড় পর্দায় আসবে ‘কাইজার’ নির্মাতা তানিম নূরের একটি সিনেমা। এটি নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভও। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’-তে তাঁর বিপরীতে অভিনয় করবেন মন্দিরা চক্রবর্তী। আজমেরী হক বাঁধন অভিনীত সানী সানোয়ারের সিনেমা ‘এশা মার্ডার’-ও আসতে পারে এই ঈদে।আদর আজাদ ঈদের আরেক ছবিতে শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন।