
নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, কলেজ ক্যাম্পাসের নৈশ্যপ্রহরী তারাবি নামাজ পড়ে ক্যাম্পাসে এসে দেখেন শহীদ মিনার ভাঙে ফেলা হয়েছে এবং কয়েকটি সিকিউরিটি লাইটও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
পরে তিনি ঘটনাটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিনকে জানান। খবর পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্যাম্পাসে এসে দেখেন এবং তিনি মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাটি জানান।খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে কিছু নেশাগ্রস্ত ছেলেরা সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসে ঘোরাফেরা করেছে এবং কলেজ ক্যাম্পাসে রাতের আঁধারে মাদক সেবন করে। আমি তাদের রাতের আঁধারে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিতে নিষেধ করেছিলাম। ধারণা করছি, তারই জেরে হয়তো এমন ঘটনা ঘটতে পারে।