
জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে নিহত আনিসুর রহমান আশিক হত্যা মামলার বাদী ও তাঁর বোন তাহমিনা আক্তার অভিযোগ করেছেন, মামলার আসামিরা তাঁদের মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তাহমিনা আক্তার জানান, গত শুক্রবার একটি অচেনা মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেকে বিপ্লব সাহা হিসেবে পরিচয় দেন এক ব্যক্তি। তিনি মামলার আসামি দিলীপ কুমার আগারওয়ালের নাম বাদ দিতে বলেন। এরপর দিলীপ কুমার নিজেই ফোন করে ২৫ লাখ টাকার বিনিময়ে মামলা তুলে নিতে বলেন। রাজি না হওয়ায় তিনি গালাগাল করেন ও হুমকি দেন বলে তাহমিনার অভিযোগ।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল গত ২২ এপ্রিল গ্রেপ্তার হন। তবে তাঁর পরিবার দাবি করেছে, তিনি বর্তমানে অসুস্থতা দেখিয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তাহমিনা আক্তার আরও জানান, মামলার আরেক আসামি শ্রমিক লীগ নেতা আওরঙ্গজেব সিদ্দিক নান্নুর কথিত বোন পরিচয়ে জোবাইদা ইসলাম নামের এক নারী ফোন করে মামলার নাম থেকে আওরঙ্গজেবকে বাদ দিতে বলেন। রাজি না হওয়ায় তিনিও মামলা করার হুমকি দেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে জোবাইদা ইসলাম বলেন, আওরঙ্গজেব তাঁর ভাই, তবে তিনি শ্রমিক লীগ নেতা নন, বরং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাউজক) চাকরিরত ও শ্রমিক দলের সদস্য। তাঁর দাবি, এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে জড়ানো হয়েছে।
যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
তাহমিনা আক্তার বলেন, মামলার অধিকাংশ আসামি এখনো গ্রেপ্তার হয়নি। পলাতক ও কারাবন্দি আসামিদের পক্ষ থেকে হুমকির কারণে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি অবিলম্বে আসামিদের গ্রেপ্তার এবং অন্য মামলায় আটক ব্যক্তিদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।