Dhaka 9:17 am, Saturday, 15 March 2025

দাবি আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চার দফা দাবি নিয়ে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থানরত মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সচিব তুহিন ফারাবির সঙ্গে মন্ত্রণালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তবে এখনো শাহবাগের রাস্তায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান।

এর আগে এদিন দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধ পাঠানোর প্রস্তাব নিয়ে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শূন্য পদে নিয়োগের ব্যাপারে আগামীকাল বা পরশু সার্কুলার দেয়া হবে। মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। আর শিক্ষার্থীদের দশম গ্রেডের দাবির বিষয়টি এরইমধ্যে প্রক্রিয়াধীন। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবী বলেন, শাহবাগের এ জায়গাটি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। এর পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের এ আন্দোলনকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এদিকে এদিন আন্দোলনের শুরুতে প্রতিনিধি পাঠাতে অসম্মতি জানিয়ে তাৎক্ষণিক দাবি পূরণের কথা বলেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। পরে দীর্ঘ সময় তাদের সঙ্গে আলোচনার পর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দাবি আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

Update Time : 04:46:02 pm, Sunday, 9 February 2025

চার দফা দাবি নিয়ে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থানরত মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সচিব তুহিন ফারাবির সঙ্গে মন্ত্রণালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তবে এখনো শাহবাগের রাস্তায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান।

এর আগে এদিন দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধ পাঠানোর প্রস্তাব নিয়ে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শূন্য পদে নিয়োগের ব্যাপারে আগামীকাল বা পরশু সার্কুলার দেয়া হবে। মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। আর শিক্ষার্থীদের দশম গ্রেডের দাবির বিষয়টি এরইমধ্যে প্রক্রিয়াধীন। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবী বলেন, শাহবাগের এ জায়গাটি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। এর পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের এ আন্দোলনকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এদিকে এদিন আন্দোলনের শুরুতে প্রতিনিধি পাঠাতে অসম্মতি জানিয়ে তাৎক্ষণিক দাবি পূরণের কথা বলেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। পরে দীর্ঘ সময় তাদের সঙ্গে আলোচনার পর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।