
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বাসটি থামানোর চেষ্টা করলেও পারেননি। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পাঁচজন আহত হন।লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার (৩১ মার্চ) দুই বাসের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবারও একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় দুটি বড় দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।