Dhaka 2:54 pm, Friday, 14 March 2025

চলছে শেষ সময়ের বিক্রি

শেষ সময়ে এসে বিক্রি কিছুটা বাড়ায় ।

বইমেলায় এখন যারা আসছেন তাদের বেশির ভাগই বইয়ের ক্রেতা। ছোট-বড় সবার হাতেই বই। শেষ সময়ে এসে বিক্রি কিছুটা বাড়ায় প্রকাশকদের মুখেও সামান্য স্বস্তির আভা দেখা যাচ্ছে। তবে বড় প্রকাশনাগুলো অনেক নতুন বই নিয়ে আসায় তাদের বিক্রি ভালো। ছোট প্রকাশনাগুলোর নতুন বই তুলনামূলক কম হওয়ায় তাদের বিক্রি তেমন একটা ভালো নয়।

ধানমন্ডি থেকে এসেছিলেন চাকরিজীবী কবির খান। তিনি বলেন, সময় করতে পারছিলেন না। তাই এতদিন আসা হয়নি। আজ বইমেলায় আসব বলেই আলাদা করে সময় বের করেছি। বেশ কিছু বই কিনেছিও।লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক ফরিদ সাঈদ এবং কবি এবিএম সোহেল রশীদ।সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি শ্যামল জাকারিয়া, মানব সুরত, এবিএম সোহেল রশীদ, ইউসুফ রেজা, রোকন জহুর, জামিল জাহাঙ্গীর, ক্যামেলিয়া আহমেদ, আশিক আকবর, নুরতার পারভীন, জেসমিন বন্যা, সোহেল আমিন বাবু, রুহুল মাহবুব, মঈন মুরসালীন এবং শাহ সিদ্দিক। বুধবার ছিল মৌসুমী আক্তার সুমির পরিচালনায় নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’ এবং মো. জাকির চিশতির পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শান্তিধাম ভাবদর্শন চর্যা চর্চা কেন্দ্র’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, পুতুল দাস, এলবার্ট অনিমেষ দাস, শুক্লা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চলছে শেষ সময়ের বিক্রি

Update Time : 03:27:26 pm, Thursday, 27 February 2025

বইমেলায় এখন যারা আসছেন তাদের বেশির ভাগই বইয়ের ক্রেতা। ছোট-বড় সবার হাতেই বই। শেষ সময়ে এসে বিক্রি কিছুটা বাড়ায় প্রকাশকদের মুখেও সামান্য স্বস্তির আভা দেখা যাচ্ছে। তবে বড় প্রকাশনাগুলো অনেক নতুন বই নিয়ে আসায় তাদের বিক্রি ভালো। ছোট প্রকাশনাগুলোর নতুন বই তুলনামূলক কম হওয়ায় তাদের বিক্রি তেমন একটা ভালো নয়।

ধানমন্ডি থেকে এসেছিলেন চাকরিজীবী কবির খান। তিনি বলেন, সময় করতে পারছিলেন না। তাই এতদিন আসা হয়নি। আজ বইমেলায় আসব বলেই আলাদা করে সময় বের করেছি। বেশ কিছু বই কিনেছিও।লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক ফরিদ সাঈদ এবং কবি এবিএম সোহেল রশীদ।সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি শ্যামল জাকারিয়া, মানব সুরত, এবিএম সোহেল রশীদ, ইউসুফ রেজা, রোকন জহুর, জামিল জাহাঙ্গীর, ক্যামেলিয়া আহমেদ, আশিক আকবর, নুরতার পারভীন, জেসমিন বন্যা, সোহেল আমিন বাবু, রুহুল মাহবুব, মঈন মুরসালীন এবং শাহ সিদ্দিক। বুধবার ছিল মৌসুমী আক্তার সুমির পরিচালনায় নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’ এবং মো. জাকির চিশতির পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শান্তিধাম ভাবদর্শন চর্যা চর্চা কেন্দ্র’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, পুতুল দাস, এলবার্ট অনিমেষ দাস, শুক্লা