
ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই বিক্রি বাড়ছে প্রযুক্তি পণ্যের। ক্রেতাদের বিশেষ নজর স্মার্টওয়াচ ও নতুন ফিচারের মোবাইলফোনের দিকে। বিক্রি বাড়াতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিক্রেতারা।
ঈদে সবকিছুতেই চাই নতুনত্বের ছোঁয়া। পোশাকের পাশাপাশি উৎসবের মুহুর্তগুলো ক্যামেরা বন্দি করার জন্য নতুন স্মার্টফোনের চাহিদাও বেড়েছে রমজানের শুরু থেকে।চাহিদা বেড়েছে স্মার্টওয়াচ, ইয়ার বাট আর পোর্টেবল স্পিকারেরও। ভ্রমণপিপাসুদের আগ্রহে রয়েছে পাওয়ার ব্যাংকও।
ক্রেতারা বলছেন, ঈদ উপলেক্ষে নিজেকে সাজাতে পোশাকে পাশাপাশি ঘড়ি কেনা হচ্ছে। পাশাপাশি এসময় ট্যুরে যাওয়া হয়। তাই সুন্দর মুহূর্তগুলো বন্দি করে রাখতে নতুন ভালো মোবাইল ফোন, ভ্রমণের সময় গান শুনতে ইয়ার বাট কেনা হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলেক্ষে চাহিদা বেড়েছে স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংকের। ক্রেতা সমাগম ও বেচাকেনা বেশ ভালো।
এদিকে, ক্রেতা টানতে এসব পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে মূল্যছাড়সহ বিভিন্ন অফার। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্যে দেয়া হচ্ছে ছাড়। পাশাপাশি দেয়া হচ্ছে কুপন, ভাউচারসহ নানা রকমের অফার।ফোন-ঘড়িসহ নানা ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে অনেকেই কিনছেন ল্যাপটপ ও ডেস্কটপ।