
বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রামের মিরসরাইয়ে শহিদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত শহিদ মিনার এলাকার ৫০০ গজের মধ্যে জরুরি অবস্থা জারি থাকবে।