
মুন্সিগঞ্জে নিখোঁজ যুবকের মো. সাইফুল ইসলাম লিখনের (৩৩) সন্ধানের দাবীতে মানববন্ধন ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে পরিবারের স্বজনরাসহ স্থানীয় এলাকাবাসী।শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে থেকে মিছিল নিয়ে সদর থানার সামনে গিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। এ সময় নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে নানা শ্লোগান দেয়া হয়। পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। নিখোঁজ লিখন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামরখাড়া গ্রামের মো. দুলাল হাওলাদারের ছেলে।উল্লেখ্য, গেল ৬ ফেব্রুয়ারি ঢাকার ওয়ারীর বাসা থেকে রওনা হয়ে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের বাড়িতে যায়। তারপর ওইদিন রাত ৮টা থেকে তিনি নিখোঁজ হন
এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি নিখোঁজের বাবা দুলাল হাওলাদার মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ১৩ ফেব্রুয়ারি অপহরণ মামলা করেন তিনি।এসব তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা নিখোঁজ যুবকের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব আরও জোরালো আইনগত পদক্ষেপ নেয়া হবে।