
মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। মঙ্গলবার (১৩ মে) সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সহকারী কমিশনার নাসরিন সুলতানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী এবং কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম।
এবারের বিজ্ঞান মেলায় দুইটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।সিনিয়র গ্রুপে অংশ নিয়েছে, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, আদর্শ মহিলা কলেজ (মুজিবনগর), গাংনী সরকারি ডিগ্রি কলেজ, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
জুনিয়র গ্রুপে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ, জেবিসি বিজ্ঞান ক্লাব, শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়, এফটি পি পাওয়ার, গ্রিন পিপল এবং মেহেরপুর সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্লাব।
মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিটিসি’র অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টি, শেখ তৌহিদুল কবীর ও এস্তামুল হক প্রমুখ।