
নতুন গান নিয়ে হাজির হচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তার নতুন গানের শিরোনাম ‘এই জামানার মেয়ে’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। আর এতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী। রঙ্গন মিউজিকের ব্যানারে দ্রুতই মক্তি পাবে গানচিত্রটি।