
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা ঢেমশা ইউনিয়ন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে নবগঠিত এই কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে ইমরান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসান মুরাদ গত ১৪ই মার্চ সাতকানিয়া
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি ঘোষণা করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী এক বছরের জন্য আংশিক কমিটি দেওয়া হলো কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কোন অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে নতুন কমিটির সভাপতি ইমরান উদ্দিন বলেন বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢেমশা ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নিষ্ঠার সাথে ছাত্রলীগের নীতি নৈতিকতা মেনে চলব।