
ঈদ-উৎসবে নারীর পোশাকের কথা এলে অপরিহার্যভাবে উঠে আসে শাড়ির কথা। শাড়ি শুধু পোশাক নয়, এটি সময়ের গায়ে লেখা এক গল্প– যেখানে ঐতিহ্য, ভালোবাসা আর আধুনিকতার ধ্রুপদি ছোঁয়া একসঙ্গে জড়ানো থাকে।
ঈদের শাড়িতে আত্মার ছোঁয়া: কেউ চাইছেন সাবেকি, কেউ চাইছেন একদম ইউনিক কিছু। তাই তো কাস্টম ডিজাইনের শাড়ি এখন নতুন ঢেউ তুলেছে। আঁচলে হাতে লেখা প্রিয় কবিতার লাইন, আঁকা মেঘ-বৃষ্টির জলছবি কিংবা রঙিন কাঁথার ছোঁয়া– এ যেন শাড়ির গায়ে লেখা একেকটি আত্মার গল্প।
কোথায় পাবেন এবং কেমন দাম: আপনার পছন্দের শাড়ি কিনতে যেতে পারেন মিরপুর বেনারসিপল্লি, ধানমন্ডি হকার্স, আজিজ সুপারমার্কেট, নিউমার্কেট, চাঁদনী চক, উত্তরার রাজলক্ষ্মীসহ দেশের যে কোনো মার্কেটে। তাছাড়া বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ অন্যান্য শপিংমল তো আছেই। দেশি ফ্যাশন হাউসের পাশাপাশি অনলাইন শপগুলোতেও চলছে বাহারি শাড়ির মেলা। এগুলোর মধ্যে অন্যতম পটের বিবি, খাঁচা, খুঁত, ভার্সাটাইল লেডিস, শিথিলতা, একতাল, হরীতকী, স্বচ্ছক্রয়, কইন্যা ইত্যাদি। এ ছাড়াও আড়ং, কিউরিয়াস, অঞ্জন’স, দেশাল, বিবিয়ানা, দেশীদশ, মনেরেখ শাড়িজ, টাঙ্গাইল শাড়ি কুটিরসহ সারাদেশের বিভিন্ন শোরুমে মিলবে শাড়ির আধিপত্য। এমব্রয়ডারির কাজে মসলিন শাড়িতে বেশ সাড়া পাচ্ছি। এক রঙা মসলিন শাড়িতে ফুলেল নকশার পাশাপাশি ডিজিটাল প্রিন্টের নকশাও চলছে বেশ। গত বছর থেকে মসলিন এবং অরগাঞ্জা ফেব্রিকের চাহিদা বেড়েছে। মসলিন আর অরগাঞ্জায় ফুলেল নকশা দারুণ ফুটে উঠে বলে ক্রেতারা এই শাড়িতে আকৃষ্ট হচ্ছেন বেশি।