Dhaka 10:32 pm, Sunday, 16 March 2025

সোনুকে দেখেই মুখ ঘোরালেন সালমান

চোখের পলকে পটপরিবর্তন।

একুশ শতকে সময় আরও দ্রুতগামী। চোখের পলকে পটপরিবর্তন। কিছুক্ষণ আগেও যা বর্তমান, মুহূর্তে সেটিই অতীত। সকালের ঘটনা বিকালে ভুলে যায় মানুষ। বলিভাইজানখ্যাত সালমান খানের বেলায় বুঝি এ নিয়ম খাটে না। না হলে ১০ বছরের পুরোনো ঝগড়া মনে রাখে কেউ? ভাইজান রাখেন। আর রাখেন বলেই তিনি সোনু নিগমের সঙ্গে একই মঞ্চে থাকলেও অনুষ্ঠানে যোগ দিলেন না। এ রকমই একটি ভিডিও শনিবারের বিকাল থেকে ভাইরাল সামাজিক মাধ্যমে।

দেখা গেছে, একটি অনুষ্ঠান মঞ্চে সালমান-সোনু নিগম। উভয়ের হাতে মোমবাতি। অনুষ্ঠানের উদ্বোধনে দুজনে উপস্থিত, স্পষ্ট ক্যামেরায়। তার পরও গায়ককে দেখে মুখ ঘুরিয়ে নিলেন নায়ক! মঞ্চ ছাড়েননি তিনি। কিন্তু প্রদীপ জ্বালানো থেকে দূরে সরিয়ে নিয়েছেন নিজেকে। অন্যদিকে বাকিদের অনুরোধে উপস্থিত অন্যান্য আমন্ত্রিতর সঙ্গে মোমবাতি হাতে প্রদীপ জ্বালাতে দেখা গেছে সোনুকে। পরস্পরের মধ্যে কোনো বাক্যালাপও হয়নি।ভিডিও প্রকাশ্যে আসতেই বলিউড সজাগ। হোলির আবহেও সম্প্রীতির বার্তা ছড়ালেন না দুই তারকা! বিষয়টি নিয়ে সমালোচনা শুরু। গায়ক অরিজিৎ সিংহের মতোই সোনু নিগমের সঙ্গেও যে সালমানের সদ্ভাব নেই— এই ভিডিও আবারও প্রমাণ করল। খবর, ভিডিও প্রকাশ্যে আসার পরেই সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল নায়ক ও গায়কের সঙ্গে। তারা সাড়া দেননি, কোনো কথাও বলেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সোনুকে দেখেই মুখ ঘোরালেন সালমান

Update Time : 02:16:31 pm, Sunday, 16 March 2025

একুশ শতকে সময় আরও দ্রুতগামী। চোখের পলকে পটপরিবর্তন। কিছুক্ষণ আগেও যা বর্তমান, মুহূর্তে সেটিই অতীত। সকালের ঘটনা বিকালে ভুলে যায় মানুষ। বলিভাইজানখ্যাত সালমান খানের বেলায় বুঝি এ নিয়ম খাটে না। না হলে ১০ বছরের পুরোনো ঝগড়া মনে রাখে কেউ? ভাইজান রাখেন। আর রাখেন বলেই তিনি সোনু নিগমের সঙ্গে একই মঞ্চে থাকলেও অনুষ্ঠানে যোগ দিলেন না। এ রকমই একটি ভিডিও শনিবারের বিকাল থেকে ভাইরাল সামাজিক মাধ্যমে।

দেখা গেছে, একটি অনুষ্ঠান মঞ্চে সালমান-সোনু নিগম। উভয়ের হাতে মোমবাতি। অনুষ্ঠানের উদ্বোধনে দুজনে উপস্থিত, স্পষ্ট ক্যামেরায়। তার পরও গায়ককে দেখে মুখ ঘুরিয়ে নিলেন নায়ক! মঞ্চ ছাড়েননি তিনি। কিন্তু প্রদীপ জ্বালানো থেকে দূরে সরিয়ে নিয়েছেন নিজেকে। অন্যদিকে বাকিদের অনুরোধে উপস্থিত অন্যান্য আমন্ত্রিতর সঙ্গে মোমবাতি হাতে প্রদীপ জ্বালাতে দেখা গেছে সোনুকে। পরস্পরের মধ্যে কোনো বাক্যালাপও হয়নি।ভিডিও প্রকাশ্যে আসতেই বলিউড সজাগ। হোলির আবহেও সম্প্রীতির বার্তা ছড়ালেন না দুই তারকা! বিষয়টি নিয়ে সমালোচনা শুরু। গায়ক অরিজিৎ সিংহের মতোই সোনু নিগমের সঙ্গেও যে সালমানের সদ্ভাব নেই— এই ভিডিও আবারও প্রমাণ করল। খবর, ভিডিও প্রকাশ্যে আসার পরেই সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল নায়ক ও গায়কের সঙ্গে। তারা সাড়া দেননি, কোনো কথাও বলেননি।