Dhaka 8:58 am, Saturday, 15 March 2025

জুলাই ঘোষণা নিয়ে বৈঠক যোগ দেবেন বিএনপির সালাহউদ্দিন আহমেদ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে মতৈক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে সরকার। ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে যোগ দেবেন দলটির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, সবার সঙ্গে আমাদের কথা বলা হয়ে উঠেনি। তবে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, নারী ও শিক্ষক সংগঠনের সঙ্গে কথা বলেছি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে সর্বদলীয় বৈঠক হবে। সবাই একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে। কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ভেতরে কী কী কন্টেন্ট থাকবে সেই বিষয়ে আমরা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি।

গত ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছিলেন। তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, ছাত্রদের ঘোষণাপত্র পাঠের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এটি তাদের ‘প্রাইভেট ইনিশিয়েটিভ’। এ বক্তব্যের একদিন পর তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। সরকারের পক্ষ থেকে এই বক্তব্য আসার পর ৩১শে ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ থেকে সরে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশ করে। সমাবেশ থেকে ‘জুলাই প্রক্লেমেশন’ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়। এই সময়সীমা বুধবার শেষ হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

জুলাই ঘোষণা নিয়ে বৈঠক যোগ দেবেন বিএনপির সালাহউদ্দিন আহমেদ

Update Time : 04:15:11 pm, Thursday, 16 January 2025

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে মতৈক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে সরকার। ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে যোগ দেবেন দলটির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, সবার সঙ্গে আমাদের কথা বলা হয়ে উঠেনি। তবে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, নারী ও শিক্ষক সংগঠনের সঙ্গে কথা বলেছি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে সর্বদলীয় বৈঠক হবে। সবাই একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে। কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ভেতরে কী কী কন্টেন্ট থাকবে সেই বিষয়ে আমরা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি।

গত ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছিলেন। তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, ছাত্রদের ঘোষণাপত্র পাঠের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এটি তাদের ‘প্রাইভেট ইনিশিয়েটিভ’। এ বক্তব্যের একদিন পর তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। সরকারের পক্ষ থেকে এই বক্তব্য আসার পর ৩১শে ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ থেকে সরে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশ করে। সমাবেশ থেকে ‘জুলাই প্রক্লেমেশন’ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়। এই সময়সীমা বুধবার শেষ হয়েছে।