Dhaka 2:10 pm, Saturday, 15 March 2025

সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে সালাহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

‘ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি’-এমনটা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে। সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি।’

আবারও ৫ আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জনগণই নির্ধারণ করবে।’

সাবেক এই মন্ত্রী বলেন,‘অনেক কিছু সংস্কার প্রস্তাবে আসেনি। আবার অনেক কিছু এসেছে, যা অবাস্তব। সংবিধান সংস্কার প্রস্তাবে একই প্যারায় মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান আনা হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধ আর সেটি কি এক?’

নির্বাচন বিলম্বিত করলে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে এর কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে বলে বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, ‘৬ মাস পরে কী সংস্কার হলো বা হলো না তাও জানতে হবে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন,‘শেখ হাসিনাসহ দায়ীদের বিচার করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার কথা কেউ বলছে না। সংগঠনের বিচার নিশ্চিতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।’

ছাত্রদের দল গঠনকে ইঙ্গিত করে সাবেক এ যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল গঠন করতে হলে রাজনৈতিক প্রক্রিয়ায় আসতে হবে।’

নির্বাচনে জয়ের জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করলে তা ফ্যাসিবাদের নামান্তর কিনা, সে প্রশ্নও তোলেন বিএনপির এই সিনিয়র নেতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে সালাহউদ্দিন আহমেদ

Update Time : 04:40:17 pm, Wednesday, 29 January 2025

অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

‘ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি’-এমনটা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে। সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি।’

আবারও ৫ আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জনগণই নির্ধারণ করবে।’

সাবেক এই মন্ত্রী বলেন,‘অনেক কিছু সংস্কার প্রস্তাবে আসেনি। আবার অনেক কিছু এসেছে, যা অবাস্তব। সংবিধান সংস্কার প্রস্তাবে একই প্যারায় মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান আনা হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধ আর সেটি কি এক?’

নির্বাচন বিলম্বিত করলে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে এর কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে বলে বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, ‘৬ মাস পরে কী সংস্কার হলো বা হলো না তাও জানতে হবে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন,‘শেখ হাসিনাসহ দায়ীদের বিচার করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার কথা কেউ বলছে না। সংগঠনের বিচার নিশ্চিতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।’

ছাত্রদের দল গঠনকে ইঙ্গিত করে সাবেক এ যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল গঠন করতে হলে রাজনৈতিক প্রক্রিয়ায় আসতে হবে।’

নির্বাচনে জয়ের জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করলে তা ফ্যাসিবাদের নামান্তর কিনা, সে প্রশ্নও তোলেন বিএনপির এই সিনিয়র নেতা।