
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধা পাওয়া শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আহসানুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসলামী ব্যাংকের ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা এই মামলায় আসামি করা হয়েছে ৫১ জনকে। এদের মধ্যে আহসানুল আলম এক সময় ব্যাংকটির চেয়ারম্যান পদে বসেছিলেন।
একই ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এর আগে দুটি মামলা করে দুদক। মঙ্গলবার মামলা অনুমোদন দেওয়ার কথা সংবাদমাধ্যমে জানান কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। মামলায় ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ টাকা (মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ) আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
দুদকে এ অভিযোগ জমা হওয়ার পর কমিশন অভিযোগটি আমলে নিয়ে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় সংস্থার উপপরিচালক সিরাজুল হককে। পরে তিনি বদলি হলে দায়িত্ব বর্তায় দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের কাছে।ক্ষমতার পট পরিবর্তনের পর গত অগাস্টে গতি পায় ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির অনুসন্ধান। এরপর গত নভেম্বর ও ডিসেম্বর মাসে ব্যাংকটির অর্ধশতাধিক কর্মকর্তাকে বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ করে দুদক।