Dhaka 12:36 am, Thursday, 20 March 2025

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে নিহত হলেন ভারতীয় যুবক

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে এক ভারতীয় যুবক নিহত হয়েছেন।মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিহত ওই যুবকের নাম রবি মউন (২২)। তিনি ভারতের হরিয়ানার কাইথাল জেলার মাতুর গ্রামের বাসিন্দা। রবি’র পরিবারের দাবি, রুশ সেনারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে রবিকে ফ্রন্টলাইনে পাঠিয়েছে, আর সেখানে তার মৃত্যু হয়। তার ভাই অজয় মউন বলেছেন, মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস রবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অজয়ের দাবি, রবি একটি পরিবহন কাজে নিয়োগ পেয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি রাশিয়া যান। কিন্তু তাকে সেনাবাহিনীতে নিযুক্ত করা হয়। তিনি আরও জানান, গত ২১ জুলাই তিনি দূতবাসের কাছে তার ভাইয়ের তথ্য জানতে চান। তবে দূতাবাস তাদের জানান, তিনি (রবি) মারা গেছেন। এছাড়াও দূতাবাস মরদেহ শনাক্তের জন্য তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট পাঠাতে বলেছে বলেও জানায় রবির পরিবার।

রবির মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন অজয়। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘তার মরদেহ নিয়ে আসার মতো অর্থ আমাদের নেই। আমরা জমি বিক্রি করে প্রায় সাড়ে ১১ লাখ রুপি খরচ করে তাকে (রবি) রাশিয়া পাঠিয়েছিলাম।’

চলতি মাসের শুরুর দিকে, রাশিয়া তাদের দেশে সেনাবাহিনীতে সহায়তাকারী স্টাফ হিসাবে কাজ করা ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি এবং প্রত্যাবর্তন নিশ্চিতের বিষয়ে ভারতের দাবিতে সম্মত হয়। রাশিয়া দ্রুত সেনাবাহিনী থেকে সব ভারতীয় নাগরিকদের মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দেয়।

আরো পড়ুন: রাশিয়া কেন তাদের বিজ্ঞানীদের জেলে ভরছে?

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে নিহত হলেন ভারতীয় যুবক

Update Time : 10:01:03 pm, Monday, 29 July 2024

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে এক ভারতীয় যুবক নিহত হয়েছেন।মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিহত ওই যুবকের নাম রবি মউন (২২)। তিনি ভারতের হরিয়ানার কাইথাল জেলার মাতুর গ্রামের বাসিন্দা। রবি’র পরিবারের দাবি, রুশ সেনারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে রবিকে ফ্রন্টলাইনে পাঠিয়েছে, আর সেখানে তার মৃত্যু হয়। তার ভাই অজয় মউন বলেছেন, মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস রবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অজয়ের দাবি, রবি একটি পরিবহন কাজে নিয়োগ পেয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি রাশিয়া যান। কিন্তু তাকে সেনাবাহিনীতে নিযুক্ত করা হয়। তিনি আরও জানান, গত ২১ জুলাই তিনি দূতবাসের কাছে তার ভাইয়ের তথ্য জানতে চান। তবে দূতাবাস তাদের জানান, তিনি (রবি) মারা গেছেন। এছাড়াও দূতাবাস মরদেহ শনাক্তের জন্য তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট পাঠাতে বলেছে বলেও জানায় রবির পরিবার।

রবির মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন অজয়। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘তার মরদেহ নিয়ে আসার মতো অর্থ আমাদের নেই। আমরা জমি বিক্রি করে প্রায় সাড়ে ১১ লাখ রুপি খরচ করে তাকে (রবি) রাশিয়া পাঠিয়েছিলাম।’

চলতি মাসের শুরুর দিকে, রাশিয়া তাদের দেশে সেনাবাহিনীতে সহায়তাকারী স্টাফ হিসাবে কাজ করা ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি এবং প্রত্যাবর্তন নিশ্চিতের বিষয়ে ভারতের দাবিতে সম্মত হয়। রাশিয়া দ্রুত সেনাবাহিনী থেকে সব ভারতীয় নাগরিকদের মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দেয়।

আরো পড়ুন: রাশিয়া কেন তাদের বিজ্ঞানীদের জেলে ভরছে?