
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় দিনে গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকের আলোচনার বিষয় ছিল—‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ – রোহিঙ্গা ইস্যু’।
বৈঠকে অধ্যাপক ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ২২ ও ২৩ এপ্রিল, দোহায়। এতে অংশ নিতে অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন।
এর আগে, সোমবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে যাত্রা করেন তিনি। রাত ৯টা ৪০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তাকে স্বাগত জানান।